মাঝে মাঝে আমাদের মোবাইল বা সিম হারিয়ে যায়।তখন ফোনবুকে সেভ থাকা সব নাম্বার ও হারিয়ে যায়।তখন খুব খারাপ লাগে।সে নাম্বার গুলো জোগার করতেও লাগে অনেক সময়।কিন্তু আজ আমি আপনাদের এমন ট্রিকস বলবো যে,যতবারই আপনার মোবাইল হারানো যাক না কেন,নাম্বার আর হারাবেনা।পুরো লেখাটি পড়ে উপকৃত হলে শেয়ার করুন সবার সাথে।   ফেসবুক থেকে সব নাম্বার;   আপনি যদি মোবাইলে কখনো ফেসবুক চালিয়ে থাকেন & কন্ট্রাক লিষ্টের এক্সেস দিয়ে থাকেন তাহলে ফেসবুক সয়ংক্রীয় ভাবে আপনার কন্ট্রাক লিষ্টে থাকা সব নাম্বার সে সেভ করে রেখেছে।আপ্নি সব নাম্বার না জানলেও ফেসবুক আপনার কন্ট্রাক লিষ্টের সব নাম্বার জানে।বিশ্বাস হচ্ছেনা!? বিশ্বাস না হলে এখনই এই লিঙ্ক এ যান।দেখবেন আপনা কন্ট্রাক লিষ্টের সব নাম্বার পেয়ে যাবেন।     https://web.facebook.com/mobile/messenger/contacts     নাম্বার     হারিয়ে গেলে এখান থেকে আপনি সব নাম্বার আবারও পেতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। গুগল থেকেঃ    এ যুগে কম বেশি সবারই জিমেইল একাউন্ট আছে।আপনার যদি জিমেইল একাউন্ট থাকে এবং তা মোবাইলে সাইন ইন করা থাকে তাহলেও আপনার কন্ট্রাক লিষ্টের সব নাম্বার আপনার জিমেইলে চলে যাবে।তারা আ...
আমার ঈমান ব্লগ পোষ্ট এ আপনি ইসলাম এর বিভিন্ন বিষয়ে জানতে পারবেন অতি সহজে।তাই অনুরোধ করবো আপনি ইসলাম নিয়ে জানতে এই ব্লগের সাথেই থাকুন।