কিয়ামতের আলামত     যখন রাষ্ট্রিয় মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে।     আমানত কে গনীমত ভাবা হবে।     যাকাত কে জরিমানা মনে করবে।     ধর্ম ব্যতীত অন্য উদ্দ্যেশ্যে ইলম শিক্ষা করা হবে।     মানুষ স্ত্রীর আনুগত্য করবে।     মায়ের অবাধ্যতা করে।     পিতা কে দূরে সরিয়ে রাখবে।     মসজিদ সমূহে প্রকাশ্যে শোরগোল আরম্ভ হবে।     ফাসেক-পাপাচারী লোক দলের নেতৃত্বে আসবে।     নিকৃষ্ট লোক দলের নেতা হবে।     অনিষ্ট হতে বাচার জন্য মানুষকে সম্মান করবে।      গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন হবে।     মদ্যপান ব্যাপক হয়ে যাবে।     উম্মতের পরবর্তী লোকের পূর্ববর্তীদের মন বলতে থাকবে।     পশ্চিম দিক হতে সূর্যদয় হবে।     ধোয়া নির্গত হবে।     অদ্ভুত প্রাণী জমিন থেকে বের হবে।     ইয়াজুজ মাজুজ এর আবির্ভাব হবে।     হযরত  ঈসা আলাইহিস সালামের আগমন     ঘটবে।     কানা দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে।     এক অগ্নি যা আদন থেকে বের হয়ে সব মানুষকে হাকিয়ে হাশরের মাঠে নিয়ে যাবে।মানুষ যেখানে রাত্রি যাপনের জন্য অবস্থান করবে আগুন সেখানে নেমে আসবে।এরপর আবার তাদের নিয়ে চলবে।                ...
আমার ঈমান ব্লগ পোষ্ট এ আপনি ইসলাম এর বিভিন্ন বিষয়ে জানতে পারবেন অতি সহজে।তাই অনুরোধ করবো আপনি ইসলাম নিয়ে জানতে এই ব্লগের সাথেই থাকুন।