Skip to main content

Posts

Showing posts from July, 2018

সফলতা লাভের সর্বশ্রেষ্ঠ উপায়

মানুষ আজ সফলতা লাভের জন্য কত দিকে দৌড়াচ্ছে। কেউ টাকায় সফলতা খোজে।কেউ বা আবার খোজে ঘুরাঘুরি তে।আবার কেউ খোজে পারিবারিক সম্মানে।কিন্তু কেউই এগুলো করে সফলতার খোজ আর পায়না। কিন্তু আজ আমি আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত ‘সফলতা’ লাভের পন্থা বলে দিচ্ছি। যা মানলে আপনি সফলতার মুখ দেখবেন ১০০%। চলুন হাদিস শরিফের মাধ্যমে জেনে নেয়া যাক সফলতা লাভের জন্য সর্বশ্রেষ্ঠ উপায় । সফলতা লাভের সর্বশ্রেষ্ঠ উপায়   সংকলনেঃ গোলাম পাঞ্জেতান হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত,এক বেদুইন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আবেদন করলো,হে আল্লাহর রাসয়ল!আমি আপনার কাছে এমন কতগুলো বিষয়ে জানতে চাই যা আমাকে দুনিয়া আখেরাতে লাভবান করবেন!রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উত্তর দিলেন,তুমি যে বিষয়ে জানতে চাও জিজ্ঞেস করতে পার।তখন লোকটি বললো বেদুইনঃ  হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,আমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হতে চাই।  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামঃ আল্লাহকে ভয় কর,তবেই সবচেয়ে বেশি...