মানুষ আজ সফলতা লাভের জন্য কত দিকে দৌড়াচ্ছে।কেউ টাকায় সফলতা খোজে।কেউ বা আবার খোজে ঘুরাঘুরি তে।আবার কেউ খোজে পারিবারিক সম্মানে।কিন্তু কেউই এগুলো করে সফলতার খোজ আর পায়না।
কিন্তু আজ আমি আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের প্রদর্শিত ‘সফলতা’ লাভের পন্থা বলে দিচ্ছি।
যা মানলে আপনি সফলতার মুখ দেখবেন ১০০%।
চলুন হাদিস শরিফের মাধ্যমে জেনে নেয়া যাক সফলতা লাভের
জন্য সর্বশ্রেষ্ঠ উপায়।
সফলতা লাভের সর্বশ্রেষ্ঠ উপায় সংকলনেঃ গোলাম পাঞ্জেতান
 বেদুইনঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,আমি মানুষের মধ্যে সবচেয়ে
বেশি জ্ঞানী হতে চাই।
বেদুইনঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,আমি মানুষের মধ্যে সবচেয়ে
বেশি জ্ঞানী হতে চাই। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ আল্লাহকে ভয় কর,তবেই সবচেয়ে বেশি জ্ঞানী হতে পারবে।
বেদুইনঃ আমি মানুষের মাঝে সবচেয়ে
বেশী ধনী হতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ অল্পে তুষ্ট থাক,তবেই সবচেয়ে বেশী ধনী হতে পারবে।
বেদুইনঃ আমি উত্তম মানুষ হতে চাই।
বেদুইনঃ আমি সর্বাধিক ন্যায়পরায়ণ হতে
চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ তুমি নিজের জন্যে যা পছন্দ কর অপরের জন্যেও তা পছন্দ করবে,তবেই
সর্বাধিক ন্যায়পরায়ণ হতে পারবে।
বেদুইনঃ আমি আল্লাহর প্রিয় বান্দা
হতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ আল্লাহকে অধিক স্বরণ কর,তবেই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে।
বেদুইনঃ কীভাবে আমার ঈমান পূর্ণ হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ তোমার আচার-ব্যবহার সুন্দর কর,তবেই ঈমান পূর্ণ হবে।
বেদুইনঃ আমি সৎকর্মশীল হতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ যখন আল্লাহর ইবাদাত করবে,মনে করবে তিনি তোমাকে দেখছেন।যদিও তাকে তুমি
দেখতে পাচ্ছোনা।তবেই সৎকর্মশীল হতে পারবে।
বেদুইনঃ আমি আল্লাহর অনুগত বান্দা
হতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ আল্লাহর আদেশ গুলো পালন কর,তবেই তার অনুগত বান্দা হতে পারবে।
বেদুইনঃ আমি সমস্ত গুনাহ হতে মুক্ত
হতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ অপবিত্র অবস্থায় তোমার শরির ধৌত কর,তবেই গুনাহ হতে মুক্ত হতে পারবে
।
বেদুইনঃ আমি কিয়ামতের দিন নূরের
মধ্যে হাশর করতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ নিজে সীমালঙঘন করনা।এবং অপরকে সীমালঙ্ঘন করতে দিবেনা।তবেই তুমি নূরের
মধ্যে থাকতে পারবে।
বেদুইনঃ আমি কিয়ামতের দিন আল্লাহর
রহমত চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ নিজের উপর দয়া কর।অর্থাৎ নিজেকে গুনাহ হতে বাচাও।এবং আল্লাহর বান্দাদের
প্রতি দয়া কর।
বেদুইনঃআমি জানতে চাই কিভাব আমার
গুনাহ কমবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ অধিক পরিমানে ক্ষমা চাও।তবেই তোমার পাপের বোঝা হালকা হবে।
বেদুইনঃ আমি সবচেয়ে বেশী সম্মানীত হতে
চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ কখনো কোন ব্যাপারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অভিযোগ করবে না।
বেদুইনঃ আমি চাই আমার রিযিক বাড়ীয়ে
দেয়া হউক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ সর্বদা পবিত্র অবস্থায় থাকো,আল্লাহ তোমার রিযিক বাড়িয়ে দিবেন।
বেদুইনঃআমি আল্লাহ ও তার রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় হতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালোবাসেন
তুমিও তা ভালোবাস।
বেদুইনঃ আমি কিয়ামতের দিন আল্লাহ ও তার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ থেকে বাচতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ আল্লাহর কোনো সৃষ্ট জীবের প্রতি রাগান্বিত হবেনা।তাহলে কেয়ামত দিবসে
আল্লাহর রাগ হতে বাচতে পারবে।
বেদুইনঃ আমি চাইনা রোজ কেয়ামতে আল্লাহ
যেন আমাকে অসম্মানে না ফেলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ তোমার গুপ্তাঙ্গকে ব্যভিচার হতে রক্ষা কর।তাহলে কেয়ামতের দিন আল্লাহ
তোমাকে অসম্মান করবেনা।
বেদুইনঃ আমি চাই আমার দোয়া যেন কবুল
হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ হারাম দ্রব্য পানাহার করোনা,তোমার দুয়া কবুল হবে।
বেদুইনঃ আমি চাই আল্লাহ পাক যেনো
কিয়ামতের দিন আমার দোষ গুলো গোপন রাখেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ তোমার অপর মুসলম ভাইয়ের দোষগুলো গোপন রাখো,তবেই কেয়ামতের দিন তোমার
দোষগুলো গোপন করা হবে।
বেদুইনঃ কোন জিনিস আমাকে পাপ হতে
হিফাজাত করবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ তোমার অনুতাপের চোখের পানি,তোমার বিনয়,তোমার রোগ সমূহ।
বেদুইনঃ আল্লাহর নিকট ভাল কাজ কোন
গুলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ ভাল আচার ব্যবহার,নমনিয়তা এবং বিপদে ধৈর্য ধারণ করা।
বেদুইনঃ কোন জিনিস দুনিয়া আখেরাতে
আল্লাহর গজব থেকে মানুষ কে বাচাবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ গোপনে দান ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা।
বেদুইনঃ কোন জিনিস কিয়ামতের দিন
জাহান্নামের আগুন নিভিয়ে দিবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামঃ সর্ব অবস্থা আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকা।
  ( হাদিস টি ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত)
Comments
Post a Comment