বাংলাদেশে জশনে
জুলুসে ঈদে মিলাদুন্নবী পালনের ইতিহাস
নবিজির আগমনে খুশী উদযাপন করতে জশনে
জুলুস বা আনন্দ মিছিল বাংলাদেশে প্রথম পালিত হয় ১৩৯৪ হিজরী মোতাবেক ১৯৭৪ সালে।
|  | 
| আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহমতুল্লাহি আলাইহি | 
আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ
তৈয়্যব শাহ রহমতুল্লাহি আলাইহি তরিকত এর সংগঠন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া
সুন্নিয়া কে জশনে জুলুস বের করতে নির্দেশ প্রদান করেন।
প্রথম জুলুসটি বের হয় চট্টগ্রাম থেকে
১৯৭৪ সালে।পরবর্তীতে ১৯৭৬ সালে তৈয়্যব শাহ রহ নিজে জুলুসে নেতৃত্ব
প্রদান করেন।
প্রথম দিকে কিছু মানুষ এর বিরোধীতা করলেও পরবর্তীতে
সকল হক্ব পন্থী দরবার মেনে নেয়।তারা তাদের নেতৃত্বে নিজ নিজ এলাকা থেকে জুলুস বের করে।
বর্তমানে জশনে জুলুস দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের
মাঝে একটি।
একটি বেসরকারী সংস্থার গবেষণা
অনুযায়ী ১২ রবিউল আওয়াল এ দেশের প্রায় ৫ কোটি মানুষ বিভিন্ন প্রান্তে জশনে জুলুসে
অংশ নিয়ে থাকে।
|  | 
| জশনে জুলুস | 
বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুস পালন
হয়ে থাকে বাংলাদেশের চট্টগ্রামে।দেশ বিদেশ থেকে প্রায় ৪০ লাখ লোক এ জুলুসে অংশ নিয়ে
থাকেন।প্রায় ৩৩ বছর ধরে এর নেতৃত্ব দিচ্ছেন আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ
তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
দেশ বিদেশ থেকে দাবী উঠছে যে,এই জুলুস
কে যেন ওয়ার্ল্ড হ্যারিটেজ এর মর্যাদা দেয়া হয়।
আগামী ২১ নভেম্বর 2018

Comments
Post a Comment