Skip to main content

Posts

Showing posts from November, 2018

বাংলাদেশে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালনের ইতিহাস

                বাংলাদেশে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী  পালনের ইতিহাস নবিজির আগমনে খুশী উদযাপন করতে জশনে জুলুস বা আনন্দ মিছিল বাংলাদেশে প্রথম পালিত হয় ১৩৯৪ হিজরী মোতাবেক ১৯৭৪ সালে। আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহমতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহমতুল্লাহি আলাইহি তরিকত এর সংগঠন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া কে জশনে জুলুস বের করতে নির্দেশ প্রদান করেন। প্রথম জুলুসটি বের হয় চট্টগ্রাম থেকে ১৯৭৪ সালে। পরবর্তীতে ১৯৭৬ সালে তৈয়্যব শাহ রহ নিজে জুলুসে নেতৃত্ব প্রদান করেন। প্রথম দিকে কিছু মানুষ এর বিরোধীতা করলেও পরবর্তীতে সকল হক্ব পন্থী দরবার মেনে নেয়।তারা তাদের নেতৃত্বে নিজ নিজ এলাকা থেকে জুলুস বের করে। বর্তমানে জশনে জুলুস দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মাঝে একটি। একটি বেসরকারী সংস্থার গবেষণা অনুযায়ী ১২ রবিউল আওয়াল এ দেশের প্রায় ৫ কোটি মানুষ বিভিন্ন প্রান্তে জশনে জুলুসে অংশ নিয়ে থাকে। জশনে জুলুস বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুস পালন হয়ে থাকে বাংলাদে...

প্রধানমন্ত্রীর হাত ধরায় সমালোচনার মুখে হেফাজত এর আমির আহমদ শফি

প্রধানমন্ত্রীর হাত ধরায় সমালোচনার মুখে হেফাজত এর আমির আহমদ শফি   । আজ সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাত ধরায় সমালোচনার মুখে হেফাজত এর আমির আহমদ শফি ।  প্রধানমন্ত্রী ষ্টেজে উঠলে প্রধানমন্ত্রীরসাথে হেন্ডশেক করতে হাত বাড়িয়ে দেন হেফাজত ইসলাম ও জামাতে ইসলামের আমীর আহমদ শফি।পরে প্রধানমন্ত্রীও হাত বাড়িয়ে দেন। এই ঘটনায় সমালোচনা চলছে দেশে বিদেশে।একজন আলেম হয়ে কিভাবে একজন পরনারীর হাত ধরতে পারলো এ নিয়েই চলছে চুরচেরা বিশ্লেষণ। এ বিষয়ে আপনার মতামত কি?