দলিল-আদিল্লার ভিত্তিতে শবে বরাত ও শবে বরাতে আমাদের করণীয়   লেখক; রেজাউল মোস্তফা তানভীর     শিক্ষার্থী;ইসলামী ধর্মতত্ব বিভাগ। আল আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর।     আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন । ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আশরাফিল আম্বিইয়া ই ওয়াস সালিহিন । ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াবারিক ওয়াসাল্লিম ।     আ রবী বার মাসের মাঝে শাবান মাস অত্যন্ত ফজিলত ও বরকতমন্ডিত মাস । এ মাসের শোভা বা বরকত আরো বেশি বৃদ্ধি পেয়েছে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা ‘শবে বরাতে’র মাধ্যমে । হাদিসের ভাষায় ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ হলেও ভারতীয় উপমহাদেশে আমরা এই রাতকে ‘শবে বরাত’ হিসাবে চিনি । “ শব ” ফার্সি শব্দ , অর্থ ; রাত , রজনী ।     আর বরাত শব্দটি আরবী । অর্থঃ দায়মুক্তি , নিষ্কৃতি , অব্যাহতি ইত্যাদি । অ তএব ‘শবে বরাতে’র পূর্ন অর্থ হলো , দায়মুক্তির রাত বা নাজাতের রাত ।     ওলামায়ে কেরাম এ রাত্রির মাহাত্ন আলোচনা করতে গিয়ে একে বিভিন্নভাবে নামকরণ করেছেন । হযরত আবুল খায়র আত - ত্বালকানী  ( ৫১২ হিজরী – ৫৯০ হিজরী ) এ রাত্রির এ রকম বাইশটি নাম একত্রিত করেছেন । তন্মধ্যে নিন্মে কতেক নাম উল্ল্যেখ করা হলো ;     ...
আমার ঈমান ব্লগ পোষ্ট এ আপনি ইসলাম এর বিভিন্ন বিষয়ে জানতে পারবেন অতি সহজে।তাই অনুরোধ করবো আপনি ইসলাম নিয়ে জানতে এই ব্লগের সাথেই থাকুন।