Skip to main content

আসুন,হাসি নিয়ে কিছু সুন্দর হাদীস জানি

আসুন,হাসি নিয়ে কিছু সুন্দর হাদীস জানি

হাসি!মানুষকে সুন্দর করে।ভালো রাখে।সুস্থ্য ও রাখে।হাসির অনেক গুনাগুন।গোমড়া মুখ করে রাখা মানুষদের মানুষ পছন্দ করে না।তাদের সাথে মিশে না।যারা মন খুলে হাসতে জানে তারাই আনন্দ উপভোগ করতে জানে।হাসি নিয়েও ইসলামে সুন্দর সুন্দর কথা আছে।আসুন আজকে হাসি নিয়ে কিছু হাদিস জানি। →

হাদীস নং ১ঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মুচকি হাসতেন।

হযরত আব্দুল্লাহ ইবনে হারেছ ইবনে জাযআ রাদিয়াল্লাহু আনহু হতে বর্নিত,তিনি বলেন,আমি রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক মুচকি হাসতে কাউকে দেখিনি।
                                                         (তিরমিযি)
  • কিছু কথাঃআমরা সকলেই জানি হাসির মাঝে সবচেয়ে সুন্দরতম হাসি হলো মুচকি হাসি।সেই মুচকি হাসি ই নাবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশী হাসতেন।নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে সুন্দরতম মানুষ পৃথীবিতে আল্লাহ প্রেরণ করেন ও নি।করবেন ও না।পৃথিবির শ্রেষ্ঠতম সুন্দর মানুষ এর হাসি কত সুন্দর ই না ছিল! মহান আল্লাহই ভালো জানে।

হাদিস নং ২ঃ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অট্টহাসি হাসতেন না।
  • আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তায়া'লা আনহা হতে বর্নিত।তিনি বলেন,আমি নাবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমনভাবে অট্টহাসি অবস্থায় দেখিনি যাতে তাঁর জিহবার মূল অংশ দেখা যায়।বরং তিনি কেবল মুচকি হাসতেন।
                                                                   (ইমাম বুখারি রাদিয়াল্লাহু আনহু এ হাদিস শরিফটি বর্নণা করেছেন)

শিক্ষনীয়;সুন্দরের সর্বশ্রেষ্ঠ উদাহরণ আমাদের নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।উনি কখনো অট্টহাসি হাসতেন না।যা মানুষের বিরক্তির উদ্রেক ঘটায়।তিনি অট্টহাসি না হেসে আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন যে,আমরাএ যখন হাসবো সুন্দর করে মুচকি হাসবো।হা হা করে উচ্চ আও্যাজ এ না হাসাটাই হলো এ হাদিসের শিক্ষা।

এছাড়াও হাসি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  এর আরো চমৎকার কিছু হাদিস আছে।
  • বী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  বলে,কোনো মুমিন ভাইয়ের সাথে দেখা হলে মুচকি হাসি দিবে।সেটাতে তুমি সদকার সোয়াব পাবে।

আজকের ব্লগ থেকে আমরা এই শিক্ষা পেলাম যে,আমরা হাসবো।তবে সুন্দর করে। হাদিস অনুযায়ী বলতে পারি যে অট্টহাসি মানা।মুচকি হাসি সুন্নাত।

  • বিজ্ঞান ও বলে মুচকি হাসি মনকে ভালো করে।কঠিন হৃদয়কে শান্ত করে।হাসি ই জীবন কে সুন্দর করে।রাগ কমানোর অব্যর্থ অস্ত্র হলো এই হাসি।
সুন্নতি হাসি হাসুন।জীবন সুন্দর হয়ে যাবে।সকলের কাছে হয়ে উঠবেন প্রিয় মানুষ।

                                       এই ব্লগ পড়ে উপকৃত হলে শেয়ার করুন। 

এক্ﷺসক্দ্দস 

Comments

Popular posts from this blog

বাংলাদেশের গর্ব নতুন আজহারী আব্দুল মোস্তফা রাহিম

বিশ্বের  সবচেয়ে  প্রাচীন  ইসলামিক  বিশ্ববিদ্যালয়  থেকে  গ্রেজুয়েশন  শেষ  করে  দেশে  ফিরে  ইসলাম  প্রচার  করছেন  আল্লামা  বাকী  বিল্লাহ  রহঃ  এর  বড়  সাহেবজাদা  আব্দুল  মোস্তফা  রাহিম   আল আজহারী। জন্ম :  ১৫  সেপ্টেমবর   ১৯৯১ ইং। বাবা :  আল্লামা  বাকী  বিল্লাহ  রহঃ । পড়ালেখা :  জামেয়া  গাউছিয়া  তৈয়্যবিয়া  তাহেরিয়া   মাদ্রাসা , জামেয়া  আহমাদিয়া  সুন্নিয়া , কাদেরিয়া  তৈয়্যবিয়া  আলিয়া কামিল   মাদ্রাসা ,  আল আজহার  বিশ্ববিদ্যালয়। দ্বীনি খেদমত :  বাংলাদেশের   প্রায়   সব  যায়গায়  উনার  পরিচিতি  বিস্তৃত।ওয়াজ  মাহফিলের  মাধ্যমে  ইসলামের  আলোচনা  দেশ বিদেশে  করে থাকেন।এ ছাড়াও  বিজয়  টিভি  এর  নিয়মিত  আলোচক এবং ঢাকার  হাবিবিয়া  মসজিদের ...

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখুন

           নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখুন                                                                            নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারাক                                                                                          হাজরে আসওয়াদ                                                               ...

যাকাত আদায় করার যুগোপযগী কিছু পদ্ধতি

 যাকাত আদায় করার যুগোপযগী কিছু পদ্ধতি লেখক;মুহাম্মদ গোলাম পাঞ্জেতান আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।সামনে আসছে মাহে রমজান।মুসলমান মাত্রই এ মাসের জন্য সারা বছর অপেক্ষা করে।কারণ এটা কোরআনের মাস।সিয়াম-সাধনার মাস।ইসলামের মাঝে এ মাসের ফজিলতের শেষ নেই।সাধারণ সময়ে একটি সোয়াবের যায়গায় রমজান মাসে ৭০টি সোয়াব দান করে মহান আল্লাহ।আল্লাহ জাল্লাজালালুহু সব সময় চায় তার বান্দাদের মুক্তির ব্যবস্থা করে দিতে।বান্দা কিভাবে নেক বেশি করবে সেই ব্যবস্থা আল্লাহ পাক বেশি করে দেন এই রমজান মাসে।শয়তানের ওয়াসওয়াসাও কম থাকে এ মাসে।যার ফলে মানুষ ইবাদাত করে বেশি।সোয়াব বেশি হওয়ার কারনে সামর্থ্যবান মুসলমান রমজান মাসেই “যাকাত”দিতে পছন্দ করেন বেশি।ইসলামে ৫টি মূল স্তম্ভের মাঝে “যাকাত” অন্যতম।তাই আজকের ব্লগটি ‘ যাকাত ’ নিয়ে। কিভাবে যাকাত দিবেন,কোথায় দিবেন,কাদের দিবেন,কি পদ্ধতিতে দিবেন এ নিয়ে বিস্তারিত লেখার প্রয়াশ পাচ্ছি।পুরো টা পড়ে সংরক্ষণে রাখুন।আশা করি কাজে আসবে। যাকাত নিয়ে কোর আন -হাদিসের কিছু বানীঃ যাকাত নিয়ে মহান আল্লাহ তায়ালা কোরআন পাকে ইরশাদ করেন; “সফলতা অর্জন করে তারাই,যা...