নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় বারোটি (12) খাবার    প্রায় দেড় হাজার বছর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম   এর পছন্দের ১২টি খাবার ও তাঁর গুণাবলী এখানে উল্লেখ করা হলো। এসব খাবার নবীজী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  আহার করতেন এবং দেড় হাজার বছর পর আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে নবীজী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  এর বিভিন্ন খাবারের গুণাগুণ ও উপাদান অত্যন্ত যথাযথ ও নির্ভুল , নিরঙ্কুশভাবে উল্লেখ করা হয়েছে। নবীজী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  এর খাবারের মধ্যে রয়েছে বার্লি , খেজুর , ডুমুর , আঙ্গুর , মধু , তরমুজ , দুধ , মাশরুম , অলিভ অয়েল , ডালিম-বেদানা , ভিনেগার ও পানি।  খাবারের গুণাবলী এখানে উল্লেখ করা হলো     এক :   খেজুর:   খেজুরের গুণাগুণ ও খাদ্যশক্তি অপরিসীম। খেজুরের খাদ্যশক্তি ও খনিজ লবণের উপাদান শরীর সতেজ রাখে। নবীজী   সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম   বলতেন ,   যে বাড়ীতে খেজুর নেই সে বাড়ীতে কোন খাবার নেই। এমনকি সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার ...
আমার ঈমান ব্লগ পোষ্ট এ আপনি ইসলাম এর বিভিন্ন বিষয়ে জানতে পারবেন অতি সহজে।তাই অনুরোধ করবো আপনি ইসলাম নিয়ে জানতে এই ব্লগের সাথেই থাকুন।