জলবায়ু পরিবর্তনের ফলে দেশে বজ্রপাত আঘাতের হার দিনে দিনে বাড়ছে।সে সাথে বাড়ছে বজ্রপাতের আঘাতে মানুষের মৃত্যু বা আহতের সংখ্যা।এক্টু সচেতন না হলে আপনিও এই দূর্ঘটনায় পরতে পারেন।তাই আসুন আজ জেনে নেই ব্জ্রপাতের সময় কি কি করতে হয়।তাই এই ব্লগটি নিজে মন দিয়ে পড়ুন।পরিবারকে সতর্ক করুন।শেয়ার করে অন্যকেও সতর্ক করুন।    বজ্রপাতের সময় বাসায় অবস্থান করুন।বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হবেন না।    উচু গাছপালা,বৈদ্যুতিক খুটি- বিদ্যুৎ সংযুক্ত তার বা বিদ্যুৎ পরিবাহিত এমন যন্ত্র থেকে নিজেকে দূরে রাখুন।এবং বজ্রপাতের সময় বাসায় ফ্লাক লাগানো থাকলে তা অতি সত্তর খুলে ফেলুন।    কোনো খোলা মাঠে বা বড় বিল্ডিং এর ছাদে অবস্থান করা যাবেনা।অতি সত্তর নিরাপদ স্থানে চলে যেতে হবে।যেখানে মাথার উপর কোন কংক্রিটের ছাদ আছে তার নিচে আশ্রয় গ্রহন করতে হবে।    অনেক কে দেখা যায় বৃষ্টির সময় খোলা মাঠে খেলতে।যখন বজ্রপাতের আশংকা আছে তখন খোলা মাঠে খেলাধুলা করা একেবারে নিষিদ্ধ।     বজ্রপাতের সময় ক্ষেতে ফসল উঠানো থেকে বিরত থাকুন।    ব্জ্রপাতের সময় টিভি,ফ্রিজ কম্পিউটার বন্ধ করে রাখুন।মোবাইলে কথা বলা থেকে যথা সম্ভব বিরত থাকুন।    বিদ্যুতে...
আমার ঈমান ব্লগ পোষ্ট এ আপনি ইসলাম এর বিভিন্ন বিষয়ে জানতে পারবেন অতি সহজে।তাই অনুরোধ করবো আপনি ইসলাম নিয়ে জানতে এই ব্লগের সাথেই থাকুন।