Skip to main content

Posts

Showing posts from April, 2018

ব্জ্রপাতে করনীয়...শেয়ার করে পড়ুন।

জলবায়ু পরিবর্তনের ফলে দেশে বজ্রপাত আঘাতের হার দিনে দিনে বাড়ছে।সে সাথে বাড়ছে বজ্রপাতের আঘাতে মানুষের মৃত্যু বা আহতের সংখ্যা।এক্টু সচেতন না হলে আপনিও এই দূর্ঘটনায় পরতে পারেন।তাই আসুন আজ জেনে নেই ব্জ্রপাতের সময় কি কি করতে হয়।তাই এই ব্লগটি নিজে মন দিয়ে পড়ুন।পরিবারকে সতর্ক করুন।শেয়ার করে অন্যকেও সতর্ক করুন। বজ্রপাতের সময় বাসায় অবস্থান করুন।বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হবেন না। উচু গাছপালা,বৈদ্যুতিক খুটি- বিদ্যুৎ সংযুক্ত তার বা বিদ্যুৎ পরিবাহিত এমন যন্ত্র থেকে নিজেকে দূরে রাখুন।এবং বজ্রপাতের সময় বাসায় ফ্লাক লাগানো থাকলে তা অতি সত্তর খুলে ফেলুন। কোনো খোলা মাঠে বা বড় বিল্ডিং এর ছাদে অবস্থান করা যাবেনা।অতি সত্তর নিরাপদ স্থানে চলে যেতে হবে।যেখানে মাথার উপর কোন কংক্রিটের ছাদ আছে তার নিচে আশ্রয় গ্রহন করতে হবে। অনেক কে দেখা যায় বৃষ্টির সময় খোলা মাঠে খেলতে।যখন বজ্রপাতের আশংকা আছে তখন খোলা মাঠে খেলাধুলা করা একেবারে নিষিদ্ধ। বজ্রপাতের সময় ক্ষেতে ফসল উঠানো থেকে বিরত থাকুন। ব্জ্রপাতের সময় টিভি,ফ্রিজ কম্পিউটার বন্ধ করে রাখুন।মোবাইলে কথা বলা থেকে যথা সম্ভব বিরত থাকুন। বিদ্যুতে...

সামাজিক অনুষ্ঠানে গিফট-আদান প্রদান!নতুন ফেতনা।

সামাজিক অনুষ্ঠানে গিফট-আদান প্রদান।বর্তমানে সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।এ বিষয়ে বিস্তারিত পড়তে আমাদের সাথেই থাকুন।এ ব্লগ সম্পূর্ন পড়ে শেয়ার করে ছড়িয়ে দিন। বর্তমানে আমাদের সমাজে অনেক প্রকারের সামাজিক অনুষ্ঠান হয়।যেমন বিয়ে,মুসলমানি,আংটি পড়ানো,বিবাহ বার্ষিকী পালন সহ অনেক প্রকারের অনুষ্ঠান এ সমাজে হয়ে থাকে।তবে এখন আমাদের সমাজে একটা মারাত্মক একটা নিয়ম হয়ে দাড়িয়েছে,সেটা হলো "গিফট প্রথা!"।গিফট দিতে না পারলে বা অনুষ্ঠানের অবস্থা বিবেচনা করে গিফট এর পরিমান কম হয়ে গেলে অনেকে অনুষ্ঠানে যেতে লজ্জা করে।পকেটে গিফটের টাকা না থাকলে বিভিন্ন বাহানায় সে অনুষ্ঠান ত্যাগ করতে হয়।হা! এটাই এখন আমাদের সমাজের নিয়ম হয়ে দাড়িয়েছে। ধরুন!চৌধুরী সাহবের মেয়ের বিয়েতে যাবেন।চৌধুরী সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তি।তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে গেলে রিসিপ্সনে কিছু লেখাতে হবে।যেহেতু চৌধুরি সাহেবের অনুষ্ঠান সেহেতু ৩-৫ হাজার টাকার কমে লেখালে তো মান ইজ্জত সব যাবে।মানুষ কি মনে করবে।যেখানে অন্যরা ১০-১৫ হাজার লেখাচ্ছে সেখানে আমি কিভাবে ৫ হাজারের কম দেই! অথবা কারো কারো ক্ষেত্রে তার মাসিক ইনকাম ৫০ হাজার থেকে ৬০ হা...

আসুন,হাসি নিয়ে কিছু সুন্দর হাদীস জানি

আসুন,হাসি নিয়ে কিছু সুন্দর হাদীস জানি হাসি!মানুষকে সুন্দর করে।ভালো রাখে।সুস্থ্য ও রাখে।হাসির অনেক গুনাগুন।গোমড়া মুখ করে রাখা মানুষদের মানুষ পছন্দ করে না।তাদের সাথে মিশে না।যারা মন খুলে হাসতে জানে তারাই আনন্দ উপভোগ করতে জানে।হাসি নিয়েও ইসলামে সুন্দর সুন্দর কথা আছে।আসুন আজকে হাসি নিয়ে কিছু হাদিস জানি। → হাদীস নং ১ঃ রাসূল  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মুচকি হাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে হারেছ ইবনে জাযআ রাদিয়াল্লাহু আনহু হতে বর্নিত,তিনি বলেন,আমি রাসূলাল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  এর চেয়ে অধিক মুচকি হাসতে কাউকে দেখিনি।                                                          (তিরমিযি) কিছু কথাঃআমরা সকলেই জানি হাসির মাঝে সবচেয়ে সুন্দরতম হাসি হলো মুচকি হাসি।সেই মুচকি হাসি ই নাবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশী হাসতেন।নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে সুন্দরতম মানুষ পৃথীবিতে আল্লা...

সালাম আদান-প্রদান নিয়ে চমৎকার কিছু হাদিস।

আমরা জানি "সালাম" ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ অনুষঙ্গ।এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে এটাই নিয়ম।সালাম বিনিময়ের অনেক উপকারিতা রয়েছে বাস্তব জীবনে।আসুন আমরা সালাম নিয়ে বিস্তারিত জানি।এবং সালাম বিষয়ে কিছু হাদিস জানি। সালাম শব্দের অর্থ শান্তি ও নিরাপত্তা বিধান করা।স্বাগতম জানানো।আনুগত্য প্রকাশ করা।পারিভাষিক অর্থে কুশল বিনিময় করাকেই সালাম বলা হয়। প্রায় ওলামায়ে কেরামের মতে সালাম দেয়া সুন্নাত আর উত্তর দেয়া ওয়াজিব।"সালাম" ইসলামের নিদর্শন ও সৌন্দর্য। "সালাম"নিয়ে কিছু হাদিস; ১ঃ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্নিত,তিনি বলেন,জনৈক ব্যক্তি রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন,হে আল্লাহর রাসূল!ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম?তিনি বললেন " তুমি অপরকে খাদ্য দেবে এবং তোমার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে।" (হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম রাদিয়াল্লাহু আনহুমা বর্ণণা করেছেন)   কিছু ব্যাখাঃ এই হাদিসে সালামের গুরুত্ব বুঝানো হয়েছে।ইসলামের মাঝে নামাজ রোজা হজ্ব যাকাতের যেমন গুরুত্ব বা ফযিলত রয়েছে তদ্রুপ ...

ফেসবুক আপনার কি কি ক্ষতি করছে!!!!!

ফেসবুক একটা শয়তানের বক্স।অপকারীতা ছাড়া উপকারী কিছু নেই এতে।সোশ্যাল মিডিয়ার নামে আন সোশ্যাল বানায় আমাদের।মাদকাসক্তরা যেমন নির্দিষ্ট সময় পেরোনের পর আর টিকতে পারেনা মাদক গ্রহণ করা থেকে তেমনই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার আসক্তরাও নির্দিষ্ট সময় পেরোনোর পর ফেসবুক এ বা সেসব সোশ্যাল মিডিয়ায় না ঢুকলে ছটফট করতে থাকে।সে অর্থে মাদকাসক্ত আর ফেসবুকাসক্তের মাঝে কোনো পার্থক্য নেই। ব্রেন এর তেজ কমায় এই ফেসবুক।আগে আমরা কিছু লিখতে হলে খাতায় লিখতাম।এখন ফেসবুকে লিখি বা প্রায় সময় কপি  করি।কিন্তু বিজ্ঞান বলে ব্রেন হচ্ছে রাবারের মত যত চাপ দিবেন তত বড় হবে।আর আমরা ফেসবুকের জন্য এখন ব্রেনে চাপ দেয়া বা ব্রেন খাটানো ভুলেই গেছি। হায় হায়!পড়ালেখার কথা আর কি বলবো...যে ছেলে বই ছাড়া কিছু বুঝতো না।যেই পড়াটা মুখস্ত করতে তার লাগতো ২০মিনিট সেই ছেলে এখন ফেসবুকে আসক্ত হয়ে শুধুমাত্র পরিক্ষার আগের দিন বই খুলে আর ২ঘন্টা পার হয়ে গেলেও মুখস্ত হয়না আগের মত।সবই কিন্তু এই ফেসবুকের জন্য। অনেকে বলবেন ফেসবুক না থাকলে তো যোগাযোগ কমে যাবে।সংগঠনের প্রচার/নিজের প্রচার করবো কিভাবে।আসলে ফেসবুক যোগাযোগ বাড়ায় না বরং যোগাযোগ কমায়।আপনি ...

শুধু জানা নয়,জানা ও মানার নামই ইসলাম।

আমরা জানি ইসলাম পরিপুর্ন শান্তির ধর্ম।ইসলামের অনেক বিধিবিধান রয়েছে।যা আমরা অনেকেই জানি।কিন্তু মানিনা।যেমন পাচ্ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মুসলমান মাত্রই এ কথা সকলের জানা।কিন্তু কয়জন মুসলমান পাচ্ ওয়াক্ত আদায় করে!? তাই আমার ব্লগের শিরোনাম শুধু জানা নয়,জানা ও মানার নামই ইসলাম। আসা করি সকলেই আমার ব্লগ পড়বেন, জানবেন & জানাবেন।